হে আধুনিক মানুষ
তুমি আলোকসজ্জায় পুরো পৃথিবী
রাঙিয়ে তুলতে পারো
শুধু পারো না
বিবস্ত্র মায়ের গাঁয়ে
এক টুকরো কাপড় তুলে দিতে।
হে আধুনিক মানুষ
তুমি আতশবাজির শব্দে পুরো পৃথিবী
মাতিয়ে তুলতে পারো
শুধু পারো না
ক্ষুধার্ত শিশুর মুখে
দু' মুঠো অন্ন তুলে দিতে।
হে আধুনিক মানুষ
তোমার আকাশচুম্বী ভবন
আকাশ ছুঁতে পারে
শুধু পারে না
ফুটপাতে শুয়ে থাকা মানুষের
একটু বিশ্রামের জায়গা দিতে।
হে আধুনিক মানুষ
তুমি মদ, জুয়া, বিলাসিতায়
টাকা ওড়াতে পারো
শুধু পারো না
অভাবগ্রস্তকে একটু সহযোগিতা করতে।
হে আধুনিক মানুষ
তুমি অস্ত্র, সস্ত্র, গোলাবারুদ, নিউটন বোমা
আরও কত কি বানাতে পারো
শুধু পারো না
একটা ক্ষুদ্র জাতির নিরাপত্তা দিতে।
হে আধুনিক মানুষ
তুমি সাগর পাড়ি দিতে পারো
হিমালয়ের চুড়ায় রাজত্ব করো
চাঁদের বুকে তোমার পদচিহ্ন রয়
মহাবিশ্ব তুমি করিয়াছো জয়
তুমি সবই পারো, তুমি সবই পারো
শুধু পারো না
মানুষকে ভালবাসতে ... ...