মানবতা যায় হেরে
যখন ভিক্ষুক এসে কড়া নাড়ে
তুমি তাড়াও লাথি মেরে।
মানবতা যায় হেরে
যখন উঁচু দালানের এসি রুমে বসে
নজর দাও গরীবের কুঁড়ে ঘরে।
মানবতা যায় হেরে
যখন গৃহ কর্মীর শয়ন কক্ষের চেয়ে
শৌচাগারের আয়তন যায় বেড়ে।
মানবতা যায় হেরে
যখন অভিবাসী বলে আশ্রয় দিয়ে
জীবনটা নাও কেড়ে।
মানবতা যায় হেরে
যখন নির্দ্বিধায় মানুষ মারো
সীমান্তে , মসজিদ, মন্দিরে।
মানবতা যায় হেরে
যখন নির্বাচনে জয়লাভ করো
যুদ্ধ, দাঙ্গাকে পুঁজি করে।
মানবতা যায় হেরে
যখন ফাঁসি চাই বলে চিৎকার করো
চার রাস্তার কোন মোড়ে।
মানবতা যায় হেরে
যখন মানবতা থাকে মুখে
কাজে কর্মে অমানবিকতা যায় বেড়ে ... ... ...