ঘুরতে গেলাম নদীর তীরে
নদী দেখব বলে।
হঠাৎ একটা পরী এল
আসমান হতে নেমে।
পরীর মুখের তীলের ঝলক
হৃদে গিয়ে লাগে।
মন-ক্যানভাসে পরীর জন্য
ভালোবাসা জাগে।
নৌকায় চড়ে দূর বহুদূর
সে ছিল তার মাঝি।
প্রেম আলাপে পার করেছি
কত নিশি-রাতি!
হঠাৎ একটা চিল এসেছে,
দিয়েছে সে থাবা।
আমার প্রিয় প্রেম ভুলেছে
চিনেছে সে টাকা।
একলা নৌকায় মাঝি বিনা
কেমন করে থাকি।
সুখকর এই জীবনটার আজ
টানবো নাকি ইতি!
বিষাদগুলো খুবই হিংস্র
রাখছে আমায় ঘিরি।
স্বাগত সেই নতুন জনের
ভালো থেকাে তুমি।