হে মেঘ! তোমার বিষন্নতা
আমার চেয়ে কি বেশি।
হে পাখি! তোমার উড়ে যাওয়া
অবাক চোখে দেখি।
হে সুরুজ! তোমার অগ্নিশিখা
হৃদয় দগ্ধ করে।
হে বাতাশ! তোমার প্রবল বেগে
মায়ার খুঁটি নড়ে।
হে নদী! তোমার ঢেউয়ের ছলে
ভাঙন ধরে মন।
হে পাহাড়! তোমার ঝর্ণা-স্রোতে
শত আবেদন।