বাংলার মানুষ বিশ্ব সেরা,
বিশ্বজয়ী খ্যাতি।
তাদের মত নয় তো কেহ
গড়বে সমাজ-জাতি।
৭১'র মুক্তিযোদ্ধা
রক্ত দিয়েছে যত।
মা-বোনদের ইজ্জত হানি
হয়েছে শত শত।
কেড়ে নিয়েছে খুনি হাসিনা,
স্বাধীনতা বাংলার;
গণহত্যা, গণপিটুনি
চালিয়েছে বারবার।
নিজের মতের হলে পরে
মুক্তিযোদ্ধা বড়;
ভিন্নমতের হলে বলে
রাজাকারকে ধরো।
এই জালাতন সইছেনা আর
বাংলার জনগণ।
ছাত্র জনতা জেগেছে তাই
করেছে শপথ-পণ।
২৪'র এই ছাত্র সমাজ
সবার প্রিয়জন।
মন দেয়ালে রক্তে আঁকা
শহীদ যোদ্ধাগণ।