কত বার ভাবি বসে
যাবো তোমায় ভুলে।
হেঁসে খেলে স্মৃতিগুলো
অন্তরে দোলে।

নির্ঘুমে কেটে যায়
কত দিবা-নিশি।
চারিদিকে আমি শুধু
তোমাকেই দেখি।

অবেলায় সহসা
ফোনে বাজে টোন।
তুলি ফোন দেখি নাম
লেখা প্রিয়জন।