এ মন কত স্বপ্ন দেখে,
স্বপ্নের বাগান বুনে।
গাছে গাছে দোলা দেয়
কত কত পুষ্পকলি!
ফুল হয়ে ফুটে না তাে
হাজারেও একটি!