জানিনা কত দিন
এই সুখ থাকে,
সন্ধ্যার জোছনায়
সাত রং আঁকে।

ঘুটঘুটে আঁধারে
রংধনু রং,
যায় মিশে নিশুতে
আকাশের ঢং।

সেইদিন ছেড়েরে
প্রেমময় সবি,
কন্ঠটা বলি দিবে
অসহায় কবি।