নবি হলেন শ্রেষ্ঠ মানব,
নবি আমার সব;
নবি আমার ভেতর জুড়ে
মিষ্টি কলরব।

নবি হলেন হৃদ-নিলিমায়
প্রেম উজালা রবি;
জোছনা ঢেলে রাত আকাশে
আঁকি তাহার ছবি।

নবি হলেন মন-কাননে
আলোক ঝরা ফুল ;
সৃষ্টি-বাগে সুবাস ছড়ায়
মুহাম্মাদী 'গুল'।

নবি হলেন প্রেম-আকাশে
মনোহরী চাঁদ,
সকল নবির শ্রেষ্ঠ তিনি
রাসূল মুহাম্মাদ।
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)