ভাইয়া! আমার অনেক আশা।
কিনব অনেক বই।
স্বপ্ন দেখে চমকে উঠি,
টাকা পাব কই?
চারিদিকে চলছে হৈচৈ,
অফার অফার রব।
সূল্ মূল্যে বই পাওয়া যায়,
চলেছে উৎসব।
শূন্য পকেট, সাধ্য নেই,
মুখেও নেই হাসি।
মনের কোনে ভীড় করেছে
দুঃখ রাশি রাশি।
হাতের মুঠোয় বইয়ের গুচ্ছ
সবুজ করে মন।
সুখ দুঃখের সর্বক্ষণে
বই-ই আপনজন।
কেমন করে বিলের সবুজ
বৃষ্টি-তালে নাচে?
বই বিনা বুকের সবুজ
কেমন করে বাঁচে?