আগে তো ছিলাম অন্ধকার এক পথে,
তোর আগমনের ছোঁয়ায় এগুলাম আলোতে।
জীবনটা পেলো এক নতুন আলো,
তোর হাসির ঝলকে মনটা হতো ভালো।

তোর পরশে শিখেছি আমি,
জীবন মানে কী অপার নামি।
হঠাৎ চলে গেলি তুই, অজানার বহুদূর
মম চিত্তে নৃত্যে গাহিল শব্দের বেধনা-বিধুর।

পুষ্পকলি ফুটবে না আর,
ঝরে যাবে স্বপ্নের ভার।
একবার ফিরে চেয়ে দেখ,
জীবন-আঙিনা আজও এক!