কিছু পথ মেড়েছি
আরও কিছু বাকী,
কিছু রূপ দেখিয়ে
উড়ে গেল পাখি।

কিছু কিছু সত্য
বাকী কিছু স্বপন,
ভালোবাসি বলেও
ছেড়ে গেল স্বজন।

কিছুতাে যাচ্ছে দেখা
কিছু অদেখা,
প্রণয়ের উঠোন জুড়ে
বিরহ-মেলা ।