যাহার সঙ্গ চাহি আমি
তাহার সঙ্গ মিলে না।
সোনা বন্ধু কেমন করে
দেখা আমায় দিল না?

এ হৃদয়ে তাহার নাম
হয়েছে লেখা।
তবুও বন্ধু কেন আমায়
দিল না দেখা

কথা ছিল বন্ধু আমায়
দিবে একটা কল ;
কলের সুরে মনের রাজ্যে
হাঁসবে সুখের দল

পাষাণ বন্ধু বেলা শেষেও
দিল না তাে কল ;
পরান বন্ধু কাঁইন্দা মরে
চক্ষু ভরা জল।