আমার চাওয়া-পাওয়া তো নয়,
চাওয়ায় অনেক দেরী,
পাইতে গিয়ে ধরতে তারে
বন্ধুত্বের বেরী।
কাল থেকে কালান্তরে ঘুম ভাঙে না তার,
এমন মধুর ঘুমযে ভাঙবে কবে আর?
নিঠুরতায় ভরে গেছে
জগৎ সংসার ।
বন্ধুত্বের মাপকাঠি বুঝা বড় ভার॥
দেখতে চাহে মন, বুঝতে চাহে না।
নিঠুরতার খেলায় তো জিততে পারে না॥
এমন করেই কাটছে সময়
দিন গড়িয়ে রাত।
আমার হারে খুঁজে ফিরো
তোমার বাজিমাত॥