মধ্য রাতে ঘুমের ফাঁকে
নির্মমতার তান্ডব চালিয়ে বিদায় নিয়েছে ঝড় ।
প্রকৃতির অঙ্গ প্রত্যঙ্গ তছনছ করে
দুমড়ে মুছড়ে দিয়েছে গাছগাছালি।
প্রত্যুষেই হাতের খুব কাছে থেকে
উড়ে গেলো বাসাসহ ভেঙ্গে পড়া ঘুঘুটি।
সূর্যের সাথে পাল্লা দিয়ে বেজোড় ঘুঘু
খুজছে তার সঙ্গিকে
ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে।
সঙ্গিহীন জীবনের ভার বয়ে বেড়ানোর ক্লান্তি তার।
দুপুর গড়িয়ে গেলো।
বাসার খোঁজ না করে খুঁজেই চললো তার সঙ্গিকে।
সেও জানে ঝড় আর রোদ বৃষ্টি যাই হোক,
মাথার ওপর ছাতা তার সঙ্গিটি ফিরলে
বাসা হবে, বাছা হবে আর সাবলিল বাঁচাও হবে।
খঁুজে খুঁজে হয়রান,
দুপুর গড়িয়ে বিকেল পেড়িয়ে
সম্ভাব্য সব খানেই খুঁজে ফিরলো গোধূলী বেলায়।
হতাশার চারদিক আচ্ছন্ন তার জীবনে
একাই কেটে দিলো রাত, গাছের এডাল ওডাল করে।
পরদিনও ফিরলো না তার সঙ্গিটি।
শরীরে কালো মেঘের ঘনঘটা বয়ে
আর পারছিলোনা সে ভার সইতে
বিকেলের পর দেখা গেলো না তাকে
কোথায় গেছে সে
না কি বেছে নিয়েছে আত্মহননের পথ।