শৈশবের কোন স্মৃতি
তোমায় তাড়িয়ে বেড়ায়,
কোনটা? একটু বলো।
এক পা দু’পা এগিয়ে চলো।
পাশাপাশি হাঁটছি
দু’ একটা বাদাম
দু’ একটা ছোলা
যার যা পছন্দ খাচ্ছি,
আমরা বেমালুম ভুলে গেছি
কোন পথে, কোথায় হাঁটছি।
বাঁক নিতেই শুনলাম,
বেশ তো বেশ মানিয়েছে!
এই এই ডাকবো না কি?
আমি বা দিকে তুমি ডানে
তাকিয়ে, ইশারার অনুরোধ।
ম্যাচে থেকে ম্যাচিং করেই
তো বেড়িয়েছি।
সাদা সালোয়ার কামিজের
সাথে সাদা ওড়নাই, ছিলো
শুক্রবার।
সাদা পাঞ্জাবি পাজামার সাথে
কালো সাইকেল সু তেই
বেড়িয়েছি।
জানা হলো না আর
শৈশব স্মৃতির কোনো কিছু,
হেঁটেই পথ শেষ হলো
জানা হলো না কিছু।