তোমাকে যেমন ভালো বাসি
যে ভাবে ভালো বাসি,
তোমার থেকে অনুরূপ কষ্ট পাবার প্রত্যাশাও রাখি।
আমার দিকে তাকানোর সময় না পেয়ে
যখন হঠাৎ তুমি হাওয়া হয়ে যাও,
তাতে কষ্ট পাই না এমনটাই তো ভাবো।
হৃদয়ে যখন রং তুলিতে আঁকো
তোমার না বলা অনেক কথা, বোধ।
সহসাই সেগুলো মুছে ফেলতে ব্যবহার করো
সুচাঁলো যন্ত্র। তাতে কষ্ট অনুভব হয় না আমার!
তবুও তো মেনে চলি সব।
তুমি আসবে, যাবে,
আমায় কষ্ট দেবে না তা কি করে হয়?
আমার কাছে তুমিতো অন্য কারও মতো নও।
তুমি আমার ভালোবাসা,
আমার প্রেম,
তোমার উপহাস আমি
আর আমার প্রতীক্ষা তুমি।
আমার কষ্ট দায়িনী হবে না কেনো ?
আমার লেখার বর্ণ, শব্দ, সারি তুমি।
শুধু আমার চিকিৎসক হবে,
হবে না কেনো আমার খুনি ?
তুমি তো আমার কাছে অন্য কারো মতো নও।
হতে পারো না।