কালের আবর্তে মুর্ছিত প্রেম
মনের জঠর ভেদ করলেও
রুষ্ঠতার দায় নেয় না কখনও।
নন্দিনী, হৃদয়ের গহীনে বেধে
নাই বা পারি রাখতে
হারতে শেখা হবে তো পদে পদে।
রক্ত চক্ষুর উত্তালতাও আমার ভাগ্য
লিখনীর বাইরে না। তবুও উপেক্ষার
পিশাচ আমায় তাড়িত করতে অক্ষম।
কাল কেটে যাবে, অতীত হবে স্মৃতি
মন্দাভাব থাকুক প্রেমে দিব্যি হয়ে, কষ্টের নষ্টামি
রুধিতে আর অনুনয় করছি না তোমায়।
নন্দিনী, নব কেতনে যদি উদ্বেলিত হয় উপেক্ষার জোয়ার
নাই বা হতে চাও আমার কিছু,তবুও
হাসির জোয়ারে ভাসমান থেকো সারাক্ষণ।
রবো আমি তোমার স্মৃতির পাতা তলে
লিলা ভুমে দহন সয়ে ক্ষীণকায় প্রেমে।
পিড়ীত অন্তরের দায় তো নেবে না, সে আমার সম্পদ।