আড়স্ট চোখ, মনের নিবিষ্টতা
আমায় ক্ষমা করো, মুক্ত করো,
কোন দিশা কি নাই?
জিজ্ঞাসিত মনের জবাব চাই।
নির্ঘুম রাত!
এই যে আসছে প্রভাত॥
আছে ক্ষমা মুক্ত দিশা মিটাতে তৃষা
উন্মুক্ত হৃদয়, অস্তগামী যৌবনে
সান্যিধ্য প্রাপ্তির অপার আনন্দে।
ছাড় বিছানা, উদার করো মন
স্রষ্টায় খুঁজ সানন্দে।
আলস্যতায় তন্দ্রাভাব,
উদীত সূর্যের আলো
নয়ন ভেদিয়া আলোকিত
জগৎ, মনো আঁধারেই অবস্থান
আমার, সাধ আর স্বপ্নের
কুপোকাৎ।