কার ইশারায় কেমন করে?
ঠায় দাঁড়িয়ে আকাশ আছে
ঐ যে দূরে।

এলোমেলো বাতাস বয়
যখন তখন যে দিক চায়।
কার ইশারায় ডাকে পাখি?
বলো করুণ সুরে।

নদী বলো কার ইশারায়?
ছুটে চলে ভাটির পানে।
ঝরনা দেখো ছিটায় পানি
নিচ থেকে যা উপড়ে আনে।

পুকুর তলে রয়না প্রাণ
সাগর তলে কার ইশারায়?
সৃষ্টি হয়, হয়রে তুফান।

সবার তরে সৃষ্টি যার
কেউ আপন পর নয়কো তার।
তিনিই হলেন স্রষ্টা সবার
তার কাছে সবাই ফিরবো আবার।