আমাদের চিকিৎসা করানো উচিৎ!
বিবেকের বিবসতা দূর করতে।
স্ব স্ব বিবেক জাগ্রত করবার সব পথ খুলে,
অবিনাশী সময়গুলোকে পরিহার করার মধ্য দিয়ে
সমাজের সকল অনিষ্ট মুলোৎপাটন করার প্রত্যয়ে।
আমাদের চিকিৎসা করানো উচিৎ!
ইতিহাস ভুলে যাওয়া থেকে,
ভুল ইতিহাস গড়ার মানস মুক্ত হতে
ইতিহাসকে শুধু শুধুই নিজের দিকে না টানতে।
ইতিহাস চলমান, সব সময়ই সমান তালে না চললেও
থেমে থাকে না কখনও
আমাদের ইতিহাস হোক সত্য ও ন্যায়ের প্রতীক
হোক তা আমার বিরুদ্ধে কিবা শত্রুর বিরুদ্ধে।
আমাদের চিকিৎসা করানো উচিৎ!
সমালোচনাকে মেনে নেয়ার মতো মানসিকতা গড়তে,
সেখান থেকেই শিখবার, পাথেয় খুঁজবার
সমালোচককে তার স্থানে রেখেই
সে পথ প্রসস্ত করবার।
আমাদের চিকিৎসা করানো উচিৎ!
বিভক্তি - বিভাজন সৃষ্টির সকল প্রয়াশ রুদ্ধ করে
উদ্দাম ভালো বাসার মধ্য দিয়ে সমাজ গড়বার।
চিকিৎসাস্থল হোক মসজিদ, মন্দির, গীর্জা-প্যাগোডাসহ
স্ব স্ব ধর্মীয় উপাসনালয়।
এগুলো প্রকৃতির অংশ
ওই গুলো বাদ দিয়ে আসলে আমরা যতই
হইহুল্লোর করি, প্রমোদে মেতে উঠি সব মূল্যহীন।
মূল্যহীন সব এমনটা অনুভবে আনতে
আমাদের চিকিৎসা হওয়া উচিৎ!