নিষ্পেসিত দারিদ্র্যতার কষাঘাতে
নির্ঘুম নিষ্পলক রজনীতে
বেপরোয়া হয়ে ওঠছে মধ্যবিত্তের জীবন।
কোথায় কার কাছে এমন বাস্তবতা
তুলে ধরে বলবে, আজ আমি বড়ই অপারগ
দারিদ্র্যতায় কুঁকড়ে যাচ্ছে জীবনের পাতা পল্লব।
নুনের জোগান হয়নি ক’দিন
গোস্ত বহুদিন দেখেনি কড়াই
পকেটে বাসা বেঁধেছে শুন্যতার হামাগুড়ি।
কাজ !!!
সেতো অধরা।
বেকার আর দারিদ্র্যতার কাল্পনিক সংজ্ঞায়
ভুলুণ্ঠিত মধ্যবিত্তের বাহু।
বিবেক জাগ্রত হয়
দুবার গেছি নিতে, খোঁজ রাখিনি আর।
কতবার গেলে জুটে যাবে
ত্রাণের খাবার?
নিয়তির কাছে মিনতি
“বিবেক নয়তো দারিদ্র্যতা”
কোনো একটা বিলোপ করো
মধ্যবিত্তের তরে।