আবু জাহেল !
পৃথিবীর প্রতি পতে পতে
প্রান্তে প্রান্তে তোমার নিশানবাহীর
অত্যাচারে।
কাহেল,
মুসলিম ঘরে ঘরে।।
তোমার অমানবিকতার মাপকাঠির
আদলে মুসলমানের ক্ষীনকায়
দেহের বেলুন ফুলে,
উড়িয়ে আহলাদ তোমার নিশানবাহীর।
মেরুদন্ডহীন মুসলিম জাতি
মারাত্মক ক্ষীপ্রতা ভুলে
ধ্বংসের অতলে,
ঘুরে দাঁড়াবার চেষ্টাটুকুও
যেন গেছে ভুলে।
আবু জাহেল !
তুমি নেই তাতে কি?
উত্তরসুরীরা তোমার নীতি আর আদর্শ ভোলেনি।
এদিকে মুসলিম !
ভুলে গেছে রাসুলের বাণী,
আদর্শের প্রচার, ভিন্ন মত আর পথ
প্রচারে তাদের গুণগুণী।
আবু জাহেল!
তুমি কি হাসছ?
তোমার প্রাপ্য অবস্থানের অতল
গহ্বর থেকে।
মুসলমানের এমন করুণ হাল দেখে।।