তুমি   যদি   শশী   হতে
    রজনীর  আকাশে
তারা হয়ে থেকে যেতাম
   তোমারই  সকাশে।

তুমি   যদি    তরু   হতে
    গহীন বনের মাঝে
পাখি হয়ে বসতাম শাখে
   সকাল দুপুর সাঝে।

তুমি   যদি    পুষ্প   হতে
     কুসুমের  কাননে
গোপনে   সুরভী   হতাম
    তোমারই আননে।

তুমি   যদি    নদী   হতে
     ধীরে যেতে বয়ে
হৃদয় দিয়ে ছুঁয়ে যেতাম
     বেলাভুমি  হয়ে।

তুমি   যদি    কবি   হতে
     কথার মালা নিয়ে
গেয়ে যেতাম তোমার কথা
      সুরের যাদু দিয়ে।
      ----------------
--------------------------------------------
**(কবিতাটি পাতা থেকে অনেক সুুন্দর সুন্দর মন্তব্য সহ ডিলেট হয়ে যাওয়ায় পুনরায় পোস্ট করলাম)