গ্রীষ্ম, বর্ষা, শরৎ গিয়ে
এলো আবার শীত
গাঁয়ের মাঠে যাত্রাপালা
মরমী সংগীত।
রাতের বেলা সবাই মিলে
যাত্রা দেখার ধুম
সেই বয়সে কারও চোখে
থাকতো নাকো ঘুম।
মনে পড়ে কিশোর বেলা
হারানো সেই দিন
স্মৃতিময় সে দিনের কাছে
আজও যেন ঋণ।
শীতের দিনে খেজুর গাছে
ঝোলে রসের হাঁড়ি
মিষ্টি পায়েস রসের পিঠা
প্রতি বাড়ি বাড়ি।
খেজুর গাছের মাথায় উঠে
রস পাড়তে যাওয়া
ছোলা পোড়া মটর শুটি
রসের সাথে খাওয়া।
সব কিছু আজ স্মৃতি যেন
অতীত পানে চাওয়া
অতীত দিনের স্মৃতি ঘেঁটে
কিছুটা সুখ পাওয়া।
-----------------