সন্দেহ  দোষ  করাল  ব্যাধি
       মনে আনে কষ্ট
মনের  মাঝে  আগুন জ্বেলে
       শান্তি করে নষ্ট।

কাছের মানুষ পর হয়ে যায়
     এই ব্যাধিরই ফলে
হৃদয়  মাঝে  তুষের আগুন
      ধিকি ধিকি জ্বলে।

সুখের  ঘরে   বাধলে  বাসা
      জ্বলতে  থাকে  ঘর
তখন   ভাবে  মাসী  আপন
     মা  হয়ে  যায়  পর।

এমনি করেই  এই  ব্যাধিটা
       স্বজন  করে  দূর
সুখের   ঘরে  বাজে   তখন
       দুখের করুণ সুর।

'অবিশ্বাস'   আরেক   ব্যাধি
      প্রেমে আনে দ্বন্দ্ব
ভালোবাসায়  বৈরী  হাওয়া
       বহে  মৃদু-মন্দ।

সন্দেহ    আর    অবিশ্বাসে
     প্রেমে   ধরে   ঘুন
এই  দুটি দোষ  গলা  টিপে
      প্রেমকে করে খুন।
   --------------------