শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
কেমন করে বলি,
স্বল্প আয়ে কেমন করে
শির উঁচিয়ে চলি?
অর্থে যাদের পকেট ভরা
বাড়ি গাড়ি আছে,
আম জনতা ঘোরে সবাই
তাদের পাছে পাছে।
শিক্ষা নিয়ে আমরা থাকি
সংখ্যালঘুর দলে,
যে কারণে সবাই মোদের
পাশ কাটিয়ে চলে।
নুন আনতে পান্তা ফুরোয়
বলবো কেমন করে,
অভাব বোধই শিক্ষাটাকে
খাচ্ছে কুরে কুরে।
হাজার টাকা বাড়ি ভাড়া
পাঁচ'শ মেডিকেল,
কেমন করে রুখবো মোরা
জরা ব্যধি হার্টফেল?
শিক্ষকতায় না যদি পায়
শ্রেষ্ঠ পেশার দিক্ষা,
তার চেয়েও বরং ভালো
করছে যারা ভিক্ষা।
শিক্ষকতাই মহান পেশা
করতে হলে জারি,
সবার আগেই শিক্ষা খাত
করা চাই সরকারী।