শিক্ষা গুরুর  চরন ধোয়ায়
এমন ছাত্র মেলে,
ইতিহাসের  মলিন  পাতায়
মুঘলদের আমলে।

সবার  চেয়ে  করলেন  উঁচু
শিক্ষা গুরুর শির,
সেই আমলের শাসক তিনি
বাদশা আলমগীর।

এখন  নাকি  সে  সব  প্রথা
খুবই   প্রাচীন,
শিক্ষা  গুরুর  মর্যাদা  তাই
হচ্ছে যে বিলীন।

শিক্ষা গুরুর  শাসন  বারন
মানে না কেউ আর,
উঠেই  গেছে  গুরুর  ভক্তি
সালাম  নমস্কার।

প্রবাদ   বচন    নীতি   কথা
পুস্তকেতেই বন্দী,
কেউ করেনা দোষীর বিচার
চোরে চোরেই সন্ধি।

শিক্ষকের  মান  সবার নীচে
দেখেনা কেউ ফিরে,
মাসের  শেষে  দেনার  দায়ে
থাকেন নত শিরে।

শিক্ষক   জাতির  অবহেলা
যেই দেশেরই হাল,
গড়বে  কারা  সোনার  দেশ
করবে ডিজিটাল?
--------------------