শরৎ  মানে  শিশির  ভেজা
ঘাসের ডগায় জল
রোদের আলোয় ঝিকিমিকি
হিরে  টলমল।

শরৎ  মানে  কাশের বনে
শ্বেত পরীদের মেলা
নীল আকাশে ভেসে চলা
সাদা মেঘের ভেলা।

শরৎ  মানে  দীঘির  জলে
শাপলা ফুলের হাসি
গন্ধে  ভরা  শিউলি  ফুল
সকাল হলেই বাসি।

শরৎ  মানে  ধানের ক্ষেতে
নতুন শীষের দোলা
সুবাস মাখা  কদম কেয়ার
স্মৃতিটাকে ভোলা।
        
শরৎ  মানে  তালের   পিঠা
মজা  করে  খাওয়া
চাঁদের আলোয় হাসনাহেনার
মিষ্টি সুবাস পাওয়া।
      -----------------