কথা দিয়ে কথার কলি
চরণ তলে দলবো না
পরের মুখে শেখা বুলি
পাখির মত বলবো না।
মিথ্যা কথা ঢাকতে গিয়ে
সত্য থেকে টলবো না
দুঃখ যদি আসে তবু
অসৎ পথে চলবো না।
কথায় কাজে পরের মনে
দুঃখ ডেকে আনবো না
অন্যায় এবং দুর্নীতি কে
মনের থেকে মানবো না।
পরের মনে ব্যথা দিয়ে
কুঠার আঘাত হানবো না
স্বার্থ হাসিল করতে কভু
নিজের দিকে টানবো না।
কল্প কথার গল্প ছলে
পরনিন্দা করবো না
ফেলে রাখা পরের জিনিস
আপন ভেবে ধরবো না।
হারাম আয়ে খাদ্য খেয়ে
নিজের উদর ভরবো না
ক্ষণিকের এই জীবনটাতে
অসৎ হয়ে মরবো না।
--------------------------