হরিণ  হরিণ  নয়ন  তোমার
     ভুলবো কেমন করে
যেই আঁখিতে  যাদুর  পরশ
      বাঁধে মায়া ডোরে।

যতই কালো হোক  না কেন
      তোমার দুটি আঁখি
তারই  পানে  কেবল  আমি
     অধীর  হয়ে থাকি।

কি  যে  মায়া  আছে  সেথা
      কিসের আকর্ষণ
যা  আমাকে  পাগল   করে
      মুগ্ধ  করে   মন।

কি  মায়াময়  সেই আঁখিদ্বয়  
     যেন  পাখির  বাসা
ওই   লোচনে   সংগোপনে
      জাগে ভালোবাসা।

মায়াবী ওই চোখের  কোনে
      স্বপ্ন   বাঁধে   ঘর
কাজল   দুটি   নয়ন   যেন
      প্রেমের সরোবর।    
      ----------------