হে কবি,
আমায় কেন কাঁদাও তুমি
কর যে অপমান
তোমার তরে আমি কাঁদি
কাঁদে যে মনপ্রাণ।
যার স্মরণে কাব্য তোমার
গাঁথা কথার মালা
সে কি কভু বোঝে তোমায়
তব মনের জ্বালা!
কাব্য কথায় ছন্দ সাজাও
মন মাধুরী দিয়ে
সে কি কভু দেখে আমায়
উৎসুক মন নিয়ে!
রোদন ভরা কথার মালা
তোমার কাব্য খানি
কত ব্যথা তোমার মাঝে
কাব্য আমি জানি।
মনের মাঝে জমাট কষ্ট
আমার বুকে ঢালো
আমি কাব্য তার নয়নে
পাইনি আশার আলো।
বর্ণিল প্রেমে বিচরণ তার
তারই সাথে ভাব
আমি কবিতা পদদলিত
কি বা তোমার লাভ!
অশ্রু মুছে তাকেই বলি
শোন, কাব্যমালা
তারও সুখের দিন হবে শেষ
আসবে দুখের পালা।
সেদিন তোমার দুখের শেষে
আসবে সুখের দিন
থাকবে তুমি হৃদ মন্দিরে
চিত্তে সমাসীন।
------------------------