জীবন সমরে পরাজিত আমি
পালাতে পারিনি দূরে
মোহিত হয়না আজ আর কেহ
আমার গানের সুরে।
হারিয়ে ফেলেছি রং রূপ যত
জীবনের মোহনায়
হৃদয় বীণার তার গুলি সব
একে একে ছিঁড়ে যায়।
সুর তাল লয় কণ্ঠে আমার
সব ছিল একদিন
পড়ন্ত বেলায় আমি বেদুঈন
সবই হয়েছে লীন।
মনের মাধুরী যোগ হয়ে আর
মিলাতে পারেনা সুর
ভাবি বসে তাই জীবনের পথ
বাকী আর কতদূর!
ছিন্ন সে তারে মনের বীণায়
আসেনা আগের তান
এর পরে বুঝি আসবে সমন
জীবনের অবসান।
-----------------