আকাশ তুমি কিসের তরে
কেন এমন নীল,
কেন এমন উদার তুমি
উদার তোমার দিল?
সাগর কেন বিশাল তুমি
বিশাল তোমার বুক,
নদীই কেন তোমার বুকে
খোঁজে মিলন সুখ?
পাহাড় তুমি কঠিন এত
তবুও কোন দুখে,
ঝরনা বহে কোন কারণে
তব পাষাণ বুকে?
মেঘকে বলি কোথায় যাও
বাতাসে ভর করে,
কার বিরহে তোমার চোখে
বাদল ধারা ঝরে?
আগুন তুমি কোথায় থাকো
কোথা তোমার ঘর,
রাগলে তুমি জ্বালিয়ে ফেল
আপন কিংবা পর?
প্রণয় তুমি কোথায় থাকো
কোথায় চলে যাও,
কোন কারণে প্রেমিক মনে
দুঃখ এনে দাও?
----------------------