মনটা থেকে ব্যথার পাথর
সরিয়ে দিলাম অবলীলায়
খুশী হলাম দুখের ভিলায়
সুখ অভাবে
চ ক্ষু বু জে ক ল্প না তে
মৌন ভাবে।
মেঘে ঢাকা মনের আকাশ
রাঙিয়ে নিলাম শু ভ্র তা য়
ভরিয়ে দিলাম লক্ষ তাঁরায়
রাতের ঘোরে
মন রাঙিয়ে আকাশ নীলায়
মনের জোরে।
ঘুনে ধরা মনটাকে আজ
নতুন করে সাজিয়ে নিলাম
রুক্ষতা সব তাড়িয়ে দিলাম
আপন প্রভায়
মনের কানন ভরবে আবার
পুষ্প শোভায়।
শুকিয়ে যাওয়া মনের নদী
ভরিয়ে নিলাম জলের বানে
স্রো তো স্বি নী র কলতানে
ভাটীর টানে
ভরবে হৃদয় নদীর বুকের
মাঝির গানে।
হৃদয় পু রী র সব হতাশা
একে একে দি লা ম ছুটি
ক ষ্টে রা সব গেলই টুটি
আঁধার কালোয়
মনের ভুবন ভরবে আবার
নতুন আলোয়।
-------------