দিনের পরে দিন চলে যায় আসে নাতো ফিরে
স্মৃতি  গুলো পড়ে থাকে  মান অভিমান ঘিরে।
          কি  কারণে  রাখিস রে মন,
          কান্না হাসির সেই দিন ক্ষণ,
কার বিহনে কাঁদিস বসে একলা উদাস ঘরে?
সে দিন কি আর আসে ফিরে সে রূপটি ধরে?

দিবা শেষে রাত্রি আসে আঁধার আসে ধেয়ে
চন্দ্রপ্রভা হাসি ছড়ায় জোস্না আলোয় নেয়ে।
          তবুও কেন খুজিস  তারে,
          অমানিশার সেই আঁধারে,
কি কারণে  বৈরী ভাবিস দিনের আলোটিরে?
হারানো সে দিনটি কভু আসে আবার ফিরে?

শীতের শেষে তরু শাখা ভরে নতুন পাতায়
নিত্য নতুন পাখি এসে গানে গানে মাতায়।
          তবু  কেন  ভরে  না  মন,
           মনে ভাসে হারানো ক্ষণ,
জীর্ণ সে দিনটি কেন  আঁখির পাতায়  ভাসে?
সেই দিন কি আগের  মত গানে গানে হাসে?

কালো মেঘে  বৃষ্টি  আসে  বাদল ধারা ঝরে
মাঝে  মঝে  বিজলী  হাসে সূর্য হাসে পরে।
            তবু কেন মনের কোণে,
            মেঘ জমে  ক্ষণে ক্ষণে,
মনের  মেঘে  চোখে  কেন অশ্রু ধারা  ঝরে?
স্মৃতিময় সে দিনটি কি আর আসে নতুন করে?


          -----------------------