রিম ঝিমিয়ে বৃষ্টি নামে
আষাঢ় শাওন মাসে
প্রাণ ফিরে পায় তরুলতা
মাঠের মরা ঘাসে।
বৃষ্টি ঝরে মিষ্টি সুরে
হাওয়ায় দুলে দুলে
কেয়া কদম গাছ গুলিরে
ভরায় ফুলে ফুলে।
হৃদয় ব্যাকুল হয় যে শুধু
গাইতে পরান খুলে
মন চাহে যে ময়ূর সম
নাচতে পেখম তুলে।
বৃষ্টি নামে ধানের ক্ষেতে
সবুজ বরণ গাঁয়
কিষান বধূ হাসি মুখে
মাঠের পানে চায়।
ঘন কালো মেঘের কোলে
বিজলী খেলা করে
গুরু গম্ভীর দেয়ার ডাকে
পরাণ কাঁপে ডরে।
বৃষ্টি নামে টিনের চালে
বাজিয়ে নূপুর পায়
রাখাল ছেলে চরায় ধেনু
আদুল করা গায়।
বৃষ্টি ঝরে ছন্দ তালে
কালো মেঘের ছাঁয়ে
মনটা ছোটে বৈঠা হাতে
চড়তে ডিঙি নায়ে।
বৃষ্টি ঝরা নদীর কূলে
নৌকা বাঁধা ঘাটে
দূর গগনে আঁধার নামে
সূর্য যখন পাটে।
ছয়টি ঋতুর এমন দেশে
বৃষ্টি আসে ফিরে
নদী-নালা পুকুর ডোবা
ভরে অথই নীরে।
শাওন রাতে মেঘের বুকে
লুকায় যেন চাঁদ
বৃষ্টি আসে আমার দেশে
নিয়ে আশির্বাদ।
---------------------