জীবন  নামের  নাট্যশালায়
     শিশু শিল্পীর বেশে
এসেছিলাম    কান্না   নিয়ে
    সবাই  দিল  হেসে।

শৈশব   গেল   হেসে   খেলে
      সবার আদর পেয়ে
হাটি    হাটি     পা    দুটিতে
    চলতে আছাড় খেয়ে।

বাল্যকালে  একটু  আদেশ
      একটু  লেখাপড়া
মায়ের আদর বাবার শাসন
     একটু মিঠে-কড়া।

কৈশোরেতে আদেশ নিষেধ
      লেখাপড়ার চাপ
এদিক সেদিক ঘোরা ফেরা
     সেটাও যেন পাপ।

বয়োঃসন্ধির   সময়   কালে
      সবই রঙিন দেখি
চিনি  না যে  আসল  নকল
      কোনটা শুধু মেকি।

যৌবন  আনে   কর্ম   তাকিদ
        নারী সঙ্গী নিয়ে
সেই আমাকে ফেললো বেঁধে
      শক্ত শিকল দিয়ে।

সেদিন থেকেই কলুর বলদ
      যাচ্ছি  টেনে  ঘানি
সব  কিছু  যে  স্মৃতি  এখন
     মিছেই জীবন খানি।

জীবন  নাট্যের শিশু শিল্পী
       হলাম  নটরাজ
পার্শ্ব   অভিনেতা   থেকেই
       অবসরে আজ।
      --------------