হৃদয় মাঝে ব্যথার নদী
নিত্য বয়ে চলে
মনের ভিড়ে মন হারালাম
মিথ্যে খেলার ছলে।
কখন যেন কেমন করে
মনটা গেল চুরি
মন হারিয়ে মনের খোঁজে
পথে পথেই ঘুরি।
পাই না খুঁজে মনটা আমার
আগে যেমন ছিল
কোন যাদুতে মনচোরা মোর
মনটা নিয়ে নিল।
সবই আছে তেমনি মধুর
কোথাও নেই ফাঁকা
চাই যেখানে রাখতে যারে
যায়নি তারে রাখা।
এমনি করে যায় না থাকা
মনটা ব্যথায় কাঁদে
তবুও আবার কোন ভরসায়
বুকটা আশায় বাঁধে।
----------------------