সূর্যের রশ্মি তুমি
নীল আকাশের খেলা
ছড়িয়ে আছ সারা ভুবনে
মুক্ত ছবিতে আঁকা।

ফুলের পাঁপড়ি তুমি
আমার হৃদয়ে আঁকা
দৃপ্তি দিয়ে মুখটি ভরা
ঝলক দিলে চাঁদ সিতারা।

নও তুমি জ্বীন পরি
না কোন মুক্তা হীরা
তুমি কে ভাব একবার
শুধু মাটির দেহটা।
-০-