স্বৈরাচারি কি
দুর্শাসন  আর লুটপাট ।
স্বৈচারি দোষর কি
চাটুকার ওস্তাত ।
বাংলার স্বৈরাচারি
দু’জন সরকার ।
মুক্ত চিন্তা কি
খেয়াল খুশি লিখে যাক।
রাজনীতি কি
দুর্নাম ভোগ বিলাস ।
দুর্নীতি কি
জাতি দেখে হতাশ ।
তিপ্পান্ন বছর কি
স্বৈরাচারি নিপাত যাক।?
দ্বিতীয় স্বাধীনতা কি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মুক্তিযুদ্ধ কি
অন্যায়ের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন।
-0-
8-10-24