বাবু হবে ইঞ্জিনিয়ার স্বপ্ন ছিল বেশ
ঢাকা যাবে কথায় ছুঁড়ে দেয় রেশ
পড়া শোনা ভাল লাগে না পরীক্ষায় ফেল
লুকাচুরি যত কথা বাবু বেয়াক্কেল।
মা’ গোরস্থানে কলা গাছ গাড়িস
মোক দেখবো মনে রাখিস
বাবু গিরি নানীর বাড়ি কলেজ ছাড়া
সেদিন থেকে পড়ালেখা জীবন হারা।
এক মাস পর বাড়ি ফিরে বাবুর ঘুরাঘুরি
সারাদিন বাড়িতে নাই খেলে লুকোচুরি
বখাটে বন্ধু তিন চার জনা বাবুর সঙ্গি
জীবনে তার চলাফেরা নানান ভঙ্গি।
কী করবে; কী খাবে এই চিন্তায় শেষ
ভবিষ্যৎ চিন্তা নাই দিন যায় বেশ
আমিই বেশি কাজ নিয়ে বকাবকি
সংসারে চাচার সংগে হয় চোখাচোখি।
বাবু হলো এতিম ছেলে এটাই কেনো ভয়
তিলে তিলে বড় করে সময় হলো ক্ষয়
মান সম্মান ভয়ে যাইনা কিছু বলা
এই সাহসে বাবু কাজে দেখান কলা।
মানুষ গড়া হলো না মনে কষ্ট মাখা
ভবিষ্য জীবন তার স্বপ্ন কেনো ফাঁকা
বাবুর কোন গোল নাই কর্মে বেশ
জীবন ক্লান্তি তার চিন্তায় শেষ।
-০-
০৯-১২-২৪