সুখ তো পাইনি কোথাও পেয়েছি যত যন্ত্রণা
যেখান খুঁজেছি সুখ নিত্য ভুলের সান্ত্বনা
প্রকৃত সুখের ঠিকানা এখনো মোর অজানা।

সুখ খুঁজতে করি ভুল হারালাম মানব কুল
ধন রত্নে মাঝে সুখ চিন্তায় থাকি মশগুল
মানব সুখের নিত্য কূল যত সব কর্মে ভুল।

নিয়তির চঞ্চলতা হৃদয়ে দিলো আত্মপ্রবঞ্চনা
প্রকৃত সুখ কোথায় তা কেউ জানি-না
সৃষ্টি জীবের ভালবাসা দিতে ভুলব না।