বৃক্ষের তুই সবুজ পাতা
দেখতে তোমায় কত মজা
বৃক্ষের মাঝে এত রূপ
বুঝিনা যেন আমি অবুঝ।

প্রখর রোদ আর তাপদাহে  
বিশ্রাম নিবো ছায়া তলে
ঝড় বাদলে লুকিয়ে বাঁচবো
পাতা তোমার আড়ালে।

গাছের সৌন্দর্য বিকাশ করো
ডালে ডালে ছড়িয়ে থাকো
নানা বিপদে উপকার করো  
খোদার সৃষ্টি এই ভূবনে।
-০-