মাঠে মাঠে সরিষা ফুল
বাতাসে করে তুল তুল
রাতে পড়ে শিশির কনা
দিনে আলো মানায় সোনা।
মৌ মাছি ভন ভন উড়ে
সরিষা ফুল বাতাসে দুলে
বাক্সে মৌ মাছি চাক ধরে
মৌয়াল মধু সংগ্রহ করে।
সরিষা ফুলের নেই ঘ্রান
ফুল প্রেম ছবির টান
ক্ষেতে ছুটা ছুটি চাষি ম্লান
ফসল তুলতে কৃষাণ প্রাণ।
-০-
20-01-25