প্রযুক্তির বিপ্লব দুনিয়া জুড়ে
মানুষ তাতে পঙ্গু স্বপ্ন ঘিরে
ঘরেই করে কাজ নির্ঘুম রাত
মুক্ত আয়ের জীবন যত সাধ।
তরুণের হাতে দামি মুঠো ফোন
গেম নেশা যখন বন্ধু ভুলে তখন
ভাল-মন্দ জিজ্ঞাসার নাই সময়
নিশাচর নেশাখোর নাইরে মন।
যদি কাটে সংযোগ নেটওয়ার্ক
টাকা নাই তবু ভরে মেগাবাইট
মাথা হয় গরম থাকে না শরম
ঘরে কোন কাজে বসেনা মন।
বিজ্ঞানের ডাক প্রযুক্তি আর্শিবাদ
অসৎ কাছে ব্যবহার জাতি হতাশ
শিশু কিশোর ধ্বংস নেশায় মগ্ন
পড়া শোনায় ফাঁকি যত সব নগ্ন।
আসলে ছেলে খেলে ফোনে গেম
জীবনের গতি থমকে বড় জ্যাম
আগামী প্রজন্মকে নিয়ে হতাশ
প্রযুক্তির দুনিয়া করল সর্বনাশ।
-০-
14-12-24