পৌষ-মাঘ শীতকাল ষড়ঋতুর দেশ
ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতির বেশ
সূর্য্যিমামা থাকে লুকায় ঘোলা মেঘে
দিনে একবার উঁকি দেয় পেখম মেলে।
হিমেল বাতাস বহে জীবজন্তুর কাঁপে
গরীব দুখীর কষ্ট তীব্র শীতের তাপে
লেপ তোষকের অভাব রাতে কাঁদ
আবহাওয়া বার্তা আসে দিনের মাপ ।
মেঘ বৃষ্টি কম হয়েছে বাড়বে শীত
শৈত্যপ্রবাহ বহে উত্তরাঞ্চলের দিক
শীতকালে বুড়ো জোয়ান ঠান্ডায় কাবু
সব কাজের অন্তরায় ঘরে থাকে বাবু।
কত পাগল শীতে পথে-ঘাটে থাকে
হিমবাহ যেনো তার শরীরে না লাগে
আবাল বৃদ্ধ বনিতা সবাই রোগে ভুগে
চরাঞ্চলের মানুষ থাকে নানান দুখে।
গবাদিপশুক ধকরা দেয় শীতের তরে
নাই কারো গরম কাপড় শীতে পড়ে
দাম বাড়ে পশমী চাদর শীতে জানে
সম্বলহীন মানুষের পুরাতনে মানে।
-0-
13-12-24