পৌষ-মাঘ মাসের শীতের রাত
কাঁথা বালিশ নিয়ে জগতে কাত
কনকনে ঠাণ্ডা থাকে খাট বিছানি
রাত ভর ঠান্ডায় শরীর সিথানি।
চাঁদনী রাত কম শীতের তাপ
আমা বর্ষা রাত ঠান্ডার খুব চাপ
নতুন ভিটার তৈরি ঘর-বাড়ি
নাই ঘেরা বেড়া চৌহদ্দি পাড়ি।
শীতের রাতে বাড়ে চুরির উত্তাপ
লেপ-তোষক খাটে ঘুমের প্রভাব
কৃষকের হাল গরু খোঁয়ার ভয়
নিশিতে নিশিতে ঘুম কামাই হয়।
শীতে রাত কাটে জননীর কষ্ট
অবুঝ শিশুর বর্জে বিছানা নষ্ট
কাপড় চোপড় দিবসে শুকান
বাঁশের চঙ্গায় অনল ফুকান।
বাহিরে ঘন-কুয়াশা চাদরে ঢাকা
রাতে শীত খাই ঘর বেড়া ফাঁকা
বাত-ব্যথা বাড়ে ঠান্ডার দরুন
গরীবের কষ্ট শীতের রাত করুন।
--০--১৯-১২-১৬