মাঘের শীতে হাঁড় কাঁপে
বাঘ-বাঘিনী কাবু তাপে
ক্ষুধার জ্বালা হাউসে মিটে
শীতের শরীর গরম পিঠে।

বুড়ো জোয়ান সবার ধরে
হাঁড় কাঁপানো শীতে মরে
উষ্ণ পেলে আরাম করে
কাম-গাজ সব পিছে পড়ে।

কনকনে শীত পথে মিঠে
হিমেল হাওয়া ভারি তীতে
রবি মামার দেখা হলে
রৌদ্রের হাসি প্রকৃতি ফুলে।

শীত ঋতুতে তুষার পড়ে
গুঁড়ি কণা বৃষ্টি সরে
পঞ্চ ইন্দ্রে সিঁধ কাটে
হাঁড় কাঁপনে বল মারে।

ঘর বাহিরে কাজে গেলে
শীত যেনো পাখা মেলে
প্রকৃতি নীরব ঠান্ডা শীতে
ইচ্ছে করে উষ্ণতা নিতে।

হাঁড় কাঁপানো শীতের দেশ
ষড় ঋতুর বাংলাদেশ।

১৮.১২.১৬