মা আমেনার গর্ভে থাকাবস্থায় একটি কন্ঠ বলতো,
আপনি আল্লাহর প্রিয় হাবীবকে গর্ভে ধারণ করেছেন।
গর্ভে থাকাবস্থায় একটি আলো বের হতো
তিনি সিরিয়ার বসরার প্রাসাদ দেখতে পেতেন।
হযরত এর ভূমিষ্ঠ হওয়ার লগ্নে একটি নুর
পূর্ব -পশ্চিম আলোকিত করেছিল।
পাঁচশ সত্তর খিষ্টাব্দ আট জুন সোমবার
বারো রবিউল আউয়াল এক অন্যন্য দিন।
ধরিত্রীতে নবুওয়ত এক  রবির আবির্ভাব ঘটে
ভূমিকম্পের আঘাত পারস্য রাজপ্রাসাদ
অসংখ্য  অট্টালিকা উঠেছিল কেঁপে
অনেক রাজা বাদশার রাজতক্ত চূড়া ধ্বংস ।
পারস্যের শ্বেত উপসাগর সহসা শুকিয়ে যায়
হাজার বছরের প্রজ্জ্বলিত অগ্নিশিখা নিমিষে নিভে যায়।
সৃষ্টির প্রতি মহাপ্রভুর যে করুণা, যার মাধ্যমে জ্ঞান শিক্ষা
সকল মানবজাতিই তার কাছে চিরঋণী।
তিনি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক
মানব জাতির মুক্তির পথপ্রদর্শক আলোর দিশারী
যার পবিত্র মুখে একটি মিথ্যা কথাও উচ্চারিত হয়নি।
পূর্ববর্তী নবী গণ চেষ্টা করেছিলেন সুন্দরের
পূর্ণাঙ্গ  সফলতা আসে আহমদ এর আগমনে।
তিনি নবীকূলের শ্রেষ্ঠ নবী ও শেষ নবী
আল্লাহ পাকের অফুরন্ত করুণার অধিকারী।
মানবজাতিকে দেখিয়েছেন সরল ও সহজ পথ
কোটি কোটি ভক্তের অন্তর আত্মায় অসংখ্য গুণগান,
তাঁর মাহাত্ম্য চির অম্লান।
মহামানবের জন্ম কোন প্রসাদে হয়নি।
উত্তপ্ত ধবল মরুর লো হাওয়ায়
অনাথ এতিম সেই ফুলের আগমন।
তাঁর আগমনে  আল্লাহর বিরাট রহস্যময়।
যতদিন মানবজাতি বিশ্বে বিরাজ করবে
ততদিন এ রহস্যের উদঘাটন হতেই থাকবে।
-০-
7-09-24